বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এম এম কলেজ) এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজের আব্দুল হাই কলা ভবনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শের ওপর আলোকপাত করেন।
তিনি বলেন, মহানবীর (সা.) জীবনাদর্শ আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। তার দেখানো পথ অনুসরণ করে আমরা একটি উন্নত ও মানবিক সমাজ গঠন করতে পারি।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ।
ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান প্রফেসর মনির-উল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, ছাত্রশিবিরের প্রতিনিধি আনিসুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ।
বক্তারা মহানবী (সা.)-এর শিক্ষা ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক আশরাফুজ্জামান।
আলোচনা শেষে এম এম কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন দোয়া পরিচালনা করেন। এরপর হামদ, নাত, কেরাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।